ধর্ম · শিরোনামহীন

পাপ ও পূণ্যের পরিচয়

রাসূল (স) বলেন –

وَعَنْ وَابِصَةَ بْنِ مَعْبَدٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: أَتَيْت رَسُولَ اللَّهِ صلى الله عليه و سلم فَقَالَ: “جِئْتَ تَسْأَلُ عَنْ الْبِرِّ؟ قُلْت: نَعَمْ. فقَالَ: استفت قلبك، الْبِرُّ مَا اطْمَأَنَّتْ إلَيْهِ النَّفْسُ، وَاطْمَأَنَّ إلَيْهِ الْقَلْبُ، وَالْإِثْمُ مَا حَاكَ فِي النَّفْسِ وَتَرَدَّدَ فِي الصَّدْرِ، وَإِنْ أَفْتَاك النَّاسُ وَأَفْتَوْك

“ওয়াবেসা ইবনু মা’বাদ (রা) হতে বর্ণিত, তিনি বলেন: আমি একবার রাসূল (স)-এর নিকট আসলে তিনি আমাকে বললেন: “তুমি কি পূণ্য বা সৎকাজ সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছ?”

আমি বললাম: জ্বি, হাঁ।

তিনি বললেন: “তোমার নিজের হৃদয়কে জিজ্ঞাসা কর। যা তোমার আত্মাকে সন্তুষ্ট রাখে এবং হৃদয়কে আশ্বস্ত রাখে, তা হচ্ছে পুণ্য। আর, যা তোমার আত্মাকে অস্বস্তিতে রাখে এবং মনে সংশয় সৃষ্টি করে, তা হচ্ছে পাপ; যদিও মানুষ তোমাকে ভিন্ন ফতোয়া দিক।”

[হাসিদ নং – ২৭, ইমাম নববীর ৪০ হাদিস থেকে]

Leave a comment