ধর্ম · রাজনীতি · শিরোনামহীন

দারুল ইসলাম ও দারুল হরব – শায়েখ আবদুল্লাহ বিন বাইয়াহ

“সময়ের পরিবর্তনের সাথে সাথে ইসলামী রাষ্ট্রের ধারণা ও আইনের পরিবর্তন হয়। যেমন, রাসূল (স) এর হাদিসে এসেছে যে, ঘোড়ার উপর যাকাত নেই। কিন্তু যখন মানুষ ঘোড়া ক্রয়-বিক্রয় করতে শুরু করলো, তখন উমর (রা) ঘোড়ার উপর যাকাত নির্ধারণ করে দিলেন। একইভাবে জমির ফসলের উপর নির্ধারিত ভূমিকর বা খারাজের নিয়মেও উমর (রা) পরিবর্তন এনেছেন। চোরের হাত কাটার নিয়মও তিনি পরিবর্তন করেছেন। তিনি বলেছেন, দুর্ভিক্ষের সময়ে চোরের উপর কোনো শাস্তি প্রদান করা যাবে না। ইসলামের ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে, যা থেকে আমরা জানতে পারি, সময়ের পরিবর্তনের সাথে ইসলামী আইনের পরিবর্তন হয়েছিলো।

আগের যুগে ইসলামি ফিকহে ‘দারুল ইসলাম’ ও ‘দারুল হরব’ নামে দুটি ভাগ ছিলো, কিন্তু এখন আর তা নেই। এখন সমগ্র বিশ্বের রাষ্ট্রগুলো একে অপরের সাথে এতটাই জড়িত যে, নতুন একটি রাষ্ট্রের ধারণা জন্ম নিয়েছে। তাই, ‘দারুল ইসলাম’ ও ‘দারুল হরব’ নামে এমন কোনো রাষ্ট্রের ধারনা এখন আর অবশিষ্ট নেই।”

– শায়েখ আবদুল্লাহ বিন বাইয়াহ।

সূত্র: https://www.youtube.com/watch?v=rgBwGmfXi5E
[৫৪ মিনিট থেকে। আরবি বক্তব্যের ইংরেজি অনুবাদ করেছেন শায়েখ হামজা ইউসুফ]

Leave a comment