ধর্ম · রাজনীতি · শিরোনামহীন

তাবলীগের সমস্যা ও আমাদের করণীয়

আপনার আশেপাশে যদি খারাপ কোনো প্রতিবেশী থাকে, তাহলে তিনি মনে মনে চাইবেন, যাতে আপনাদের পরিবারের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগে। মাঝে মাঝে যখনি আপনাদের দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটি শুরু হয়, তখনি ঐ খারাপ প্রতিবেশী মনে মনে খুব খুশী হতে থাকে।

কিন্তু, এতে আপনার মা-বাবা কখনো খুশী হবে না। কারো মা-বাবা চায় না, দুই ভাইয়ের মধ্যে কোনো ধরণের ঝগড়া হোক। এর কারণ হলো, আপনার মা-বাবা আপনাদের দুই ভাইকেই ভালোবাসেন।

তাবলীগের দুই গ্রুপের মধ্যে এখন ঝগড়া চলছে। কেউ কেউ দেখছি ঐ খারাপ প্রতিবেশীদের মতো মনে মনে খুব খুশী হয়েছেন, যা খুবই সংকীর্ণ মনের পরিচয়। মুসলিমরা পরস্পর ভাই ভাই। এক ভাইয়ের সাথে অন্য ভাইয়ের ঝগড়া লাগলে বাবা-মায়ের মতোই আমাদের কষ্ট পাওয়া উচিত।
_____

পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামী আন্দোলনের অনেক বড় বড় নেতা প্রথম জীবনে ইসলামের দাওয়াত পেয়েছিলেন তাবলীগ জামাতের কাছ থেকে। উদাহরণ স্বরূপ আমরা তিউনেশিয়ার বৃহত্তম ইসলামী আন্দোলন আন-নাহদার প্রতিষ্ঠাতা আবদুল ফাত্তাহ মুরু, অথবা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আজম সাহেবের কথা বলতে পারি। তাঁরা ইসলামের প্রাথমিক দাওয়াত পেয়েছিলেন তাবলীগ জামাতের কাছে।

এ দেশে তাবলীগ জামায়াত ইসলামের একটি প্রাথমিক প্রকল্প। পিএইচডি ডিগ্রী অর্জন করতে হলে যেমন প্রাইমারী স্কুলের প্রয়োজন হয়, তেমনি এ দেশে ইসলামকে কায়েম রাখার জন্যেও তাবলীগ জামাতের প্রয়োজন।

মুসলিমদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব দেখে অন্য মুসলিমদের খুশী হওয়া উচিত না। এতে মুসলিমদের মাঝে কেবল বিভক্তি-ই বাড়ে।

Leave a comment