ধর্ম · শিরোনামহীন

হাফিজ, মাওলানা, মুফতি, মাদানী

আবু মানসুর আল মাতুরিদি অনেক বড় আলেম ছিলেন। আবু হানিফার মতই বড়। তারপরেও তিনি খুব স্বাভাবিক জীবন-যাপন করতেন।

একদিন আব্বাসীয় এক খলিফা জরুরী প্রয়োজনে তাঁর নিকট প্রতিনিধি পাঠালেন। খলিফার প্রতিনিধি এসে ইমাম মাতুরিদিকে দেখে একজন সাধারণ মানুষ মনে করেছিলেন। তাই তিনি ইমাম মাতুরিদিকে জিজ্ঞাস করলেন – মাওলানা সাহেব কোথায়?

ইমাম মাতুরিদি বললেন – মাওলানা তো আল্লাহ।

প্রতিনিধি বললেন – আচ্ছা, ঠিক আছে। উস্তাদ কোথায় তা বল।

ইমাম মাতুরিদি বললেন – উস্তাদ তো রাসূল (স)।

প্রতিনিধি বললেন – আরে বেকুব! আবু মানসুর আল মাতুরিদি কোথায়?

ইমাম মাতুরিদি বললেন – এই তো আমি আল্লাহর বান্দা আবু মানসুর আল মাতুরিদি।

[সূত্র: ইমাম মাতুরিদি গবেষক Prof. Dr. Sönmez Kutlu]
______

বর্তমানে অনেকেই খ্রিষ্টান পাদ্রিদের মত নিজেদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করেন। যেমন, মাওলানা, মুফতী, হাফেজ, শায়খ, উস্তাদ, মাদানী, আল আজহারি, ইত্যাদি। অন্যরা বললে সমস্যা নেই, কিন্তু কেউ যখন নিজেই নিজের নামের আগে এসব শব্দ যুক্ত করেন, তখন তাতে তাঁর অহংকার ও অজ্ঞতা ফুটে উঠে।

আল্লাহ তায়ালা আমাদেরকে ধর্মীয় অহংকার থেকে মুক্ত করুক।

Leave a comment