ধর্ম · শিরোনামহীন

আয়েশা (রা)-এর বয়স নিয়ে প্রশ্ন

আয়েশা (রা) তাঁর মৃত্যুর আগ পর্যন্ত কখনো অভিযোগ করে বলেননি যে, কেন তাকে ছোট বয়সে বিয়ে দেয়া হয়েছিল?

অথচ, ধর্ম-বিদ্বেষীরা এ নিয়ে রাসূল (স)-এর বিরুদ্ধে অভিযোগ তোলেন।

আদালতের নিয়ম অনুযায়ী, বাদী নিজে অভিযোগ না করা সত্ত্বেও অন্য কেউ অভিযোগ তুললে আইনের কাছে সেটি একটি ভুয়া অভিযোগ হিসাবে প্রমাণিত হয়। এবং এমন ভুয়া অভিযোগকারীকে মানহানি মামলায় শাস্তি প্রদান করার বিধান রয়েছে।

আদালতের দণ্ডবিধির ৪৯৯ ধারা অনুযায়ী, কোনো মৃত ব্যক্তির মানহানি করা যাবে না। তাই, রাসূল (স)–এর মানহানিও অন্তর্জাতিক আইন অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ।

______

আয়েশা (রা)-এর বয়স নিয়ে প্রশ্ন যারা করেন, তাদেরকে রাসূল (স)-এর প্রথম স্ত্রীর নাম, বয়স ও বিয়ে করার কারণ জিজ্ঞেস করুন।

সঠিক জবাব দিতে পারবেন না।

আসলে, যারা খাদিজার (রা)-এর বয়স জানেন না, তারাই আয়েশা (রা)-এর বয়স নিয়ে ভুয়া অভিযোগ করেন।

Leave a comment