দর্শন

আলো

জ্ঞানের পথে,
প্রথম ধ্যান।

জ্ঞান কি আলো?
না, আলো-ই জ্ঞান?
জ্ঞানের আলো?
না, আলোর জ্ঞান?

রবি বলে –

আলো আমার, আলো ওগো,
আলো ভুবন-ভরা।
আলো নয়ন-ধোওয়া আমার,
আলো হৃদয়-হরা।

সে বলে –

আলোয় আলোয় খেলা,
আলোয় জ্ঞানের মেলা।

আলোর আলো তুমি,
কালোর আলো তুমি।

চাঁদ, সূর্য, তোমার আলো
তুমি বিনে নেই আলো,
যা দেখ, তাই আলো
তুমি ছাড়া সব কালো।

আমি বলি –

জ্ঞান তুমি, আলো তুমি,
আমি দেখি শুধু তুমি,
পাই না নিজ আমি
দেখি আলো, কই আমি?

সূত্র [২৪:৩৫]

Leave a comment