শিরোনামহীন

নতুন মুসলিম ও পুরাতন মুসলিমের মাঝে পার্থক্য – আবুল হাসান আলী নদভী

“ইসলাম উত্তরাধিকারসূত্রেপাপ্ত কোনো সম্পত্তি না, যা পিতা থেকে পুত্র, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম পেয়ে থাকে।

যারা ইসলামকে উত্তরাধিকার সম্পদ মনে করে, তারা ইসলামের মূল্য বোঝে না। কারণ, কোনো কষ্ট-ক্লেশ ছাড়াই তাদের কাছে ইসলাম পৌঁছেছে। এ কারণেই তাদের নিকট ইসলামের কোনো ক্ষতির কথা পৌঁছুলে তাদের কানের পশমও নড়ে না। হৃদয়ে আলোড়ন সৃষ্টি হয় না।

কিন্তু সাহাবায়ে কেরাম দীনের জন্যে রক্তসাগর পাড়ি দিয়েছেন। অতিক্রম করেছেন বিপদসংকুল সুদীর্ঘ সেতু। তাই তাঁদের নিকট সবচাইতে প্রিয় ছিলো দীন। নিজের জীবনের চেয়েও প্রিয়। পরিবার-পরিজন এবং ধনসম্পদের চেয়েও বেশি প্রিয় ছিলো দীন”।

[সাইয়েদ আবুল হাসান আলী নদভী, মধ্য প্রাচ্যের ডায়রী]

আমাদের বাঙ্গালী মুসলিম ও ইউরোপ-অ্যামেরিকার মুসলিমদের মধ্যে পার্থক্য এটাই। পশ্চিমা নও মুসলিমরা ইসলামকে যতটা মূল্য দেন, আমরা ইসলামকে ততটা মূল্য দিতে পারি না। তারা ইসলাম নিয়ে যতটা পড়াশুনা করেন, আমরা ইসলাম নিয়ে ততটা পড়াশুনা করি না।