শিরোনামহীন

ধর্ষণের জন্যে কি পুরুষ দায়ী না নারী দায়ী?

দেশের কোথাও ধর্ষণের ঘটনা ঘটলেই এক পক্ষ নারীদেরকে দোষ দিতে থাকেন, আরেক পক্ষ পুরুষদেরকে দোষ দিতে থাকেন। এভাবে, নারী ও পুরুষকে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে আসল দোষীরা থাকে আলোচনার বাইরে।

কোনো রাষ্ট্র যখন অকার্যকর ও ব্যর্থ হয়ে পড়ে, তখন পুরুষরা নির্বিচারে হত্যা হতে থাকে, এবং নারীরা গণহারে ধর্ষিত হতে থাকে। স্বাধীনতা যুদ্ধের সময়ে পাকিস্তান রাষ্ট্রটি যখন ব্যর্থ ও অকার্যকর হয়ে গিয়েছিলো, তখন বর্তমান সময়ের মতো একই ঘটনা ঘটেছিলো।

নারী ও পুরুষ উভয়কে নিয়েই আমাদের সমাজ। আমরা কেউ কারো শত্রু নই, বরং বন্ধু। যারা বাংলাদেশকে ব্যর্থ ও অকার্যকর বানিয়ে ফেলেছে, তারাই আমাদের আসল শত্রু। ধর্ষণের জন্যে নারী বা পুরুষকে দায়ী না করে, দেশের আইন ও শাসনকে প্রশ্ন করা প্রয়োজন।