ধর্ম · শিরোনামহীন

শত শত পন্থীদের ভিড়ে

আপনি যদি শুধু মুসলিম হন, তাহলে অন্যরা আপনার সমালোচনা করবে।

কিন্তু আপনি যদি ‘আহলে হাদিসপন্থী’, ‘মাজারপন্থী’, ‘সহীহ আকীদাপন্থী’, ‘পীরপন্থী’, ‘তরীকাপন্থী’ ‘তাবলীগপন্থী’, ‘আওয়ামীপন্থী’, বিএনপিপন্থী, ইত্যাদি হন, তাহলে আপনার দলের মানুষ আপনাকে খুব ভালোবাসবে।

দেখুন,

কোনো ব্যক্তি, আলেম, স্কলার বা পীর ইসলামের মালিক বা অথোরিটি হতে পারেন না। ইসলামের একমাত্র অথোরিটি আল্লাহ তায়ালা ও তাঁর রাসূল (স)। সুতরাং মুসলিম হওয়ার জন্যে আপনাকে কোনো ‘পন্থী’ হতে হবে না।

একজন মানুষ পৃথিবীর যত বড় পীর, শাইখ বা স্কলার হোন না কেন, সবাই ইসলামের অনুসারী ও অনুসন্ধানী। আমরা সবাই পৃথিবীর পরীক্ষার হলে আছি। আমরা সবাই পরীক্ষার্থী।

কেউ কেউ নিজেকে ম্যাজিস্ট্রেট দাবী করে অন্যদের বহিষ্কার করতে শুরু করেন। অথচ তারা জানেন না, তারা নিজেরাও পরীক্ষার্থী। এক পরীক্ষার্থী অন্য পরীক্ষার্থীকে ঠিক বা বেঠিক বলার অধিকার আল্লাহ তায়ালা আমাদের কাউকে দেননি।

Leave a comment